খেলা
Trending

জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে পদক জিতলেন প্রণতি নায়েক

Pranati Naik won a medal in the World Cup of Gymnastics

The Truth Of Bengal : প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে গিয়ে জিমন্যাস্টিকে সারা পৃথিবীর কাছে অনন্য নজির সৃষ্টি করেছে পিংলার প্রণতি নায়েক।  তিনি এবার প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলেন । জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছেন তিনি । শনিবার ভল্ট বিভাগের ইভেন্টে ১৩.৬১৬ স্কোর করেন প্রনতি। এই বিভাগেই সোনা জিতেছেন উত্তর কোরিয়ার আন চ্যাং ওক ।

স্কুল জীবন থেকে লক্ষ্য ছিল অলিম্পিকের। আর সেই লক্ষ পূরণ করতে অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন প্রণতি। পিংলার প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে সামান্য ডাল ভাত খেয়ে বড় হয়ে ওঠা প্রণতি ।  নিজের অদম্য সাহস জেদ ও পরিশ্রমকে সঙ্গী  করে একের পর এক আন্তর্জাতিক, জাতীয় স্তরে জিমন্যাস্টিকে  অংশ গ্রহন করেন। তবে প্রণতি বদ্ধপরিকর দেশকে দশের সামনে প্রতিষ্ঠা করার ব্যাপারে। সেই আশায় বুক বাঁধছে বাবা-মা সহ মেদিনীপুরবাসী। আশায় রয়েছে গোটা বাংলার মানুষ।

তবে অলিম্পিক্সের ছাড়পত্র পাওয়ার জন্য তাকে আরো প্রতিযোগিতার মুখোমুখি  হতে হবে । ২২-২৫ ফেব্রুয়ারি  জার্মানি । ৭-১০ মার্চ আজারবাইজান এবং ১৭ -২০ এপ্রিল দোহাতে । এই প্রতিযোগিতা থেকে অলিম্পিক্স যোগ্যতা অর্জন করবেন পুরুষ ও মহিলারা ।  আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছিল অজ পাড়াগাঁয়ের মেয়েটা। দু’চোখে ভরা স্বপ্ন চিকচিক করত সেই ছোটবেলা থেকেই। সেখান থেকেই আজ তিনি প্যারিস অলিম্পিকে নামতে চান । সেই পিংলা থেকে প্যারিসের  দূরত্ব ঠিক  কত? গুগল হয়তো জবাব দিয়ে দেবে কয়েক হাজার মাইল। তবে যে জবাব পাওয়া যাবে না তা হল, কতটা স্বপ্নে হাঁটলে তবে এতদূর আসা যায়!

 

FREE ACCESS

 

Related Articles