রাজ্যের খবর

অশোকনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত এক আহত একাধিক

Road accident

The Truth of Bengal: অশোকনগরের ভয়াবহ দুর্ঘটনা মৃত এক আহত একাধিক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত অশোকনগর থানার শেরপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে একটি ট্রাক হঠাৎই শেরপুর মোড় এলাকায় খারাপ হয়ে যায়, ড্রাইভার দীর্ঘ সময় ধরে ট্রাকটি স্টার্ট করার চেষ্টা চালাচ্ছিল কিন্তু কোনভাবেই স্টার্ট হচ্ছিল না।

ট্রাকটি দীর্ঘ সময় পরে হঠাৎই স্টার্ট হয় এবং অপজিটে থাকা একটি দোকানে সজরে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।

পুলিশ এবং দমকল বিভাগের কর্তব্যরত আধিকারিকরা এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা অশোকনগর এলাকায়। ঘটনার জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles