দিদির জন্য আমি রাজনীতিতে থেকে গেলাম,আরামবাগের সভায় বললেন অভিনেতা ও সাংসদ দেব
Dev in Arambag

The Truth of Bengal: গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল তাঁকে নিয়ে। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এবার বোধহয় আর প্রার্থী ঘাটালে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেব। সোমবার সেই দেবকে দেখা গেল মমতার সঙ্গে। আরামবাগে পরিষেবা প্রদান ও প্রশাসনিক সভায় ছিলেন দেব। সেখানে তিনি বলেন, রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার রাজনীতি শুরু। ঘাটালের মানুষের জন্য আমি আবার ফিরে এসেছি। এদিনের মঞ্চ থেকে দেব পরিষ্কার করে দেন তিনি রাজনীতি ছাড়ছেন না।
ঘাটালে তাঁর প্রার্থী হওয়া সময়ের অপেক্ষা। সাংসদ হিসেবে গত ১০ বছর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে অনেক চেষ্টা করেছেন দেব। সম্প্রতি সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তুলে ধরেন। এদিন আরামবাগের সভায় তিনি দাবি করেন, ১০ বছর সাংসদ থাকাকালীন কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানালেও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টারপ্ল্যান। ১০ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করেলেও এবার তিনি বিশ্বাস রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপর। দেবের ‘আবদার’ রাজ্যের টাকায় মুখ্যমন্ত্রী রূপায়িত করুন ঘটাল মাস্টারপ্ল্যান।
একইসঙ্গে তিনি ঘোষণা করেন ঘাটালের মানুষের জন্য তিনি রাজনীতিতে থাকছেন। গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখে করেছিলেন দেব। তার তিনি বলেছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়ছে না। অর্থাৎ সেদিন তিনি বুঝিয়ে দিয়েছিলেন রাজনীতি ছাড়ছেন না। সেই দেব সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে একমঞ্চে হাজির হয়েছে প্রকাশ্যে জানিয়ে জানিয়ে দিলেন মানুষের জন্য তিনি ছাড়ছেন না রাজনীতি। দেবকে নিয়ে চলতে থাকা যাবতীয় জল্পনার অবসান হয়ে গেল।