১৩ ফেব্রুয়ারি দিল্লিতে মহামিছিলের ডাক কৃষকদের, ন্যূনতম সহায়ক মূল্য সহ একগুচ্ছ দাবিতে বনধ
Farmers called for a mass march in Delhi on February 13,

The truth Of Bengal: আগামী শুক্রবার ভারত বনধের ডাক কৃষকদের।ন্যূনতম সহায়ক মূল্য সহ একগুচ্ছ দাবিতে বনধ, বনধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। বনধে সামিল হতে চায় একাধিক কৃষক সংগঠন। বিজেপি সরকারের কৃষি নীতির প্রতিবাদে বনধ।
১৬ফেব্রুয়ারি দেশ স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কৃষকদের।১৩ ফেব্রুয়ারি দিল্লিতে মহামিছিলের ডাক দেয় কৃষকরা।১০হাজার ট্রাক্টর নিয়ে রাজধানীতে সমাবেশ অন্নদাতাদের, যুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন ভারত বনধের ডাক দিয়েছে।
১৬ ফেব্রুয়ারি বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষ থেকে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে শাসক শিবিরের উপর চাপ সৃষ্টি করতে চাইছে কৃষক সংগঠন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ১৬ ফেব্রয়ারি গোটা দেশের গ্রামীণ বনধের সঙ্গে সঙ্গে চলবে শিল্প ধর্মঘটও। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, কলকারখানাগুলিতে কাজ করবেন না কোনও শ্রমিক-কর্মচারী। কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনের সর্বভারতীয় প্রতিনিধিরা বাড়ি বাড়ি মোদী সরকার বিরোধী লিফলেট বিলি করছেন।