কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতীয় গ্রামবাসীদের অবদান
Contribution of Indian Villagers to Artificial Intelligence

The truth Of bengal : মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় কীভাবে বুদ্ধিমত্তা প্রদর্শন করবে এমন কম্পিউটার।
বিশ্বজুড়ে প্রযুক্তির দুনিয়ায় আলোচনার কেন্দ্র এখন এই বুদ্ধিমত্তা। সারা বিশ্বেই এই প্রযুক্তির গবেষণা ও প্রয়োগ নিয়ে চর্চা চলছে। মাইক্রোসফ্টও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। জানাগিয়েছে সেই কাজে সাহায্য করেছে ভারতের গ্রামবাসীরা। এমনটাই জানিয়েছেন মাইক্রোসফ্ট সিইও সত্য নাদেলা। শীর্ষস্থানীয় এক প্রযুক্তিতে ভারতের হাজার হাজার গ্রামবাসী সাহায্য করেছে, তা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এ বিষয়ে মাইক্রোসফ্ট সিইও নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এক পোস্টে জানিয়েছেন। মাইক্রোসফ্ট সিইও এ ব্যাপারে লিখেছেন, “ভারতে আপনি যদি হিন্দি বা ইংরেজি না জানেন, তাহলে প্রযুক্তির বিষয়ে সাহায্য পাওয়া কঠিন হয়ে যায়।
সে জন্যই মাইক্রোসফ্ট চাইছে প্রত্যেককে নিজের ভাষায় পরিষেবা দিতে।” তিনি আরও জানিয়েছেন, এআই মডেল গড়তে ভারতের বিভিন্ন ভাষাভাষীর গ্রামবাসীদের থেকে ইনপুট নিয়েছে মাইক্রোসফ্ট। এতেই গ্রামবাসীরা পরোক্ষ অবদান রেখেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে। মাইক্রোসফ্ট অনুমোদিত কারয়া অ্যাপের মাধ্যমে গ্রামবাসীদের স্বর পৌঁছে গিয়েছে মাইক্রোসফ্টের কাছে। এই কাজের মধ্যে করে টাকা উপার্যনও করছেন গ্রামবাসীরা।
Free Access