চিলিতে ভয়ানক দাবানলের লেলিহান শিখা, ভস্মীভূত একাধিক বাড়ি
Huge wildfires in Chile, many houses destroyed

The Truth Of Bengal: ভয়ানক দাবানল চিলিতে। দাবানলের জেরে পুড়ে ছাই একাধিক বাড়ি। আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। চিলির প্রেসিডেন্ট দাবানলের ভস্মীভূত এলাকায় ইতিমধ্যেই জরুরী অবস্থা জারি করেছে।
চিলিতে ভয়াবহ দাবানল। দাবানলের জেরে চিলিতে মৃত্যুর সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়াল বোরিক। দাবানলের কারণে পুড়ে গিয়েছে একের পর এক বাড়ি। আগুনে দগ্ধ হয়ে মৃতদেহ রাস্তায় পরে থাকতে দেখা যায়। দাবানলের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চিলির ভালপারাইসো পর্যটন অঞ্চল সহ ভিনা দেল মার ও দেশটির মধ্যবর্তী অঞ্চলের আকাশ। সেই সমস্ত এলাকায় ইতিমধ্যেই জরুরী অবস্থা জারি করেছেন চিলির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নিজে হেলিকপ্টার করে সেই সমস্ত এলাকা পরিদর্শন করেছেন। মূলত শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপমাত্রা দাবানলের রেষ আরও বাড়িয়ে তুলেছে। চিলির তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি। যে কারণে একের পর এক অঞ্চল পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
বহু মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। চিলির একাধিক জায়গায় জারি করা হয়েছে কারফিউ। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন প্রায় ৯৪ টি স্থানে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লাল লেলিহান শিখা দেখে শিহরিত এলাকার বাসিন্দারা। যদিও দমকলের প্রাণ পণ প্রচেষ্টায় প্রায় ৪০ টি অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও জানিয়েছেন ভয়ানক দাবানল চিলির প্রায় ৪৩ হাজার হেক্টর জমি গ্রাস করেছে।
Free Access