চাই একটু শৈল্পিক চেতনা, পুরনো শাড়িতেই ঘরকে দিন নতুন মেকওভার
Want a bit of artistic spirit, give the old saree a new makeover to the house

The Truth of Bengal,Mou Basu: অনেক গল্প বলে বারো হাতের শাড়ি। শাড়ি শুধু একটা পোশাকই নয়। এরসঙ্গে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা, ঐতিহ্য, স্বপ্ন। কিন্তু সেই ভালোবাসার শাড়িই যখন পিঁজে যায়, মাঝে মাঝে সুতো ফেঁসে যায় তখন আতান্তরে পড়তে হয়। এরকম পরিস্থিতিতে কী করবেন? চাই শুধু একটু শৈল্পিক ভাবনাচিন্তা। তা’হলে পুরোনো শাড়ির সাহায্যেই নিজের ঘরকে দিন নতুন মেকওভার।
১০ উপায় অন্দরসজ্জায় কীভাবে ব্যবহার করবেন পুরোনো শাড়ি?
★ ঘরের পর্দা একঘেয়ে হয়ে গেছে? পুরোনো ভারী সিল্কের শাড়ি দিয়ে পর্দা বানান। বিশেষ করে যদি জরি পাড়ের শাড়ি দিয়ে নতুন ডিজাইনের পর্দা বানানো যাবে।
★পুরোনো সুতোর বা জরি কাজের রঙচঙে সুতির শাড়ি থাকলে তা দিয়ে বেডকভার বানিয়ে নিন। এমব্রয়ডারি বা সুতোর বা জরির কাজ পাড়ের দিকে সুন্দর ভাবে ব্যবহার করুন। বেশ নতুনত্ব দেখতে লাগবে বেডকভার।
★খাবার টেবিলের টেবিলক্লথ পুরোনো হয়ে গেছে? এমব্রয়ডারি করা শাড়িই পেতে দিন টেবিলের ওপর। সুন্দর ফ্যান্সি লুক আসবে খাবার টেবিলে। অতিথিরা যেমন আপনার রুচির তারিফ করবে তেমনই পরিজনদেরও মন জয় করবেন আপনি।
★পুরনো কনট্রাস্টিং সুতির বা ব্রোকেডের বা সাউথ কটন বা হ্যান্ডলুম শাড়ি কেটে জুড়ে সেলাই করে নিয়ে ডিজাইনার কুশনকভার বালিশের ঢাকা বানিয়ে নিন। বসার ও শোয়ার ঘরে নতুন মেকওভার হবে।
★গরমকালে সব সময় বাতানুকূল যন্ত্র চালিয়ে ঘর ঠান্ডা রাখা যায় না। আবার অনেকের বাড়িতে বাতানুকূল যন্ত্রও নেই। এমন পরিস্থিতিতে ঘর প্রাকৃতিক ভাবে ঠান্ডা রাখতে সুতির পুরোনো নরম শাড়ি জানলায় টাঙিয়ে দিন। একদিকে তা যেমন জানলার পর্দার কাজ করবে তেমনই ঘরও ঠান্ডা রাখবে।
★পুরোনো শাড়িতে ভারী এমব্রয়ডারি থাকলে তা প্রথমে কেটে রাখুন। টেবিল কভারের সেটের সঙ্গে সেলাই করে নিন। টেবিলের পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্য বাড়বে।
★একই রঙের অনেক ধরনের সুতির, সাউথ কটন, লিনেন বা হ্যান্ডলুম শাড়ি থাকলে তা দিয়ে কাপড় কেটে কেটে সেলাই করে নিয়ে টেবিল ম্যাট, টি কোস্টার বা টেবিলক্লথ বানিয়ে নিন।
★ এমব্রয়ডারি করা সুতি বা হ্যান্ডলুমের শাড়ি দিয়ে রঙ মিলিয়ে বেডকভার, বেডশিট ও কুশনকভার বানিয়ে নিন। বানাতে পারেন সুন্দর দেখতে সোফাকভারও।
★পুরোনো শাড়ি দিয়ে বালাপোশ তৈরি করে নিন। শীতে উষ্ণতা বাড়াবে পুরোনো শাড়ি দিয়ে তৈরি নতুন বালাপোশ।
★শাড়ির ফেব্রিক বা শাড়ির কাজ যদি অসাধারণ হয় তবে কাপড় কেটে তা ফ্রেমে বাঁধিয়ে নিন। নিজের শৈল্পিক ভাবনা কাজে লাগান, শাড়ি দিয়ে তৈরি অভিনব এমন ওয়াল আর্ট দেওয়ালে টাঙালে ঘরের ভোলই পাল্টে যাবে।