বিনোদন

“ছেলে হয়েছে” দুর্নিবারের পোস্টে শুভেচ্ছার ঝড় নেটপাড়ায়….

Durnibar saha & Mohor Sen

The Truth Of Bengal: গত বছর দেবীপক্ষের শুরুতেই সুখবর দিয়েছিলেন মিষ্টি যুটি মোহর-দুর্নিবার। তাঁদের জীবনের সবচেয়ে বড় সুখবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই খুশির জোয়ারে ভেসেছিল টলিপাড়া।

রবিবার তাঁদেরই কোল আলো করে এল ফুটফুটে এক পুত্র সন্তান। দুই থেকে তিন হওয়ার আনন্দের মুহূর্তকে তাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন দুর্নিবার।

 

View this post on Instagram

 

A post shared by Durnibar Saha (@durnibar)


২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন মোহর-দুর্নিবার। বিয়ের পর পরিবার পরিকল্পনায় খুব বেশি দিন সময় নেননি দম্পতি। বিয়ের আট মাসের মাথায় ঐন্দ্রিলা তথা মোহর সেনের মা হওয়ার সুখবর দিয়েছিলেন তারা। মহা ধুমধামের সঙ্গে পালিত হওয়া মোহরের সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাপুটে অভিনেতা বুম্বাদা ওরফে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়।

 

View this post on Instagram

 

A post shared by Durnibar Saha (@durnibar)

রবিবার তাদের কোল আলো করে এলো এক পুত্র সন্তান। দুর্নিবার ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে এদিন জানান, পুত্রসন্তান হয়েছে। আর এই সুখবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় শুভেচ্ছাবার্তার। আগামী ৯ মার্চ তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী। তিনজনে সেলিব্রেট করবেন এই বিশেষ দিনটি।

Free Access

Related Articles