খেলা

আবারও পরিবর্তন লাল হলুদ শিবিরে, ক্লাবে যোগদান ভিক্টর ভাসকেজের…

Change again to the Red Yellow camp, joining the club is Victor Vasquez...

The Truth Of Bengal: সুপার কাপ জয়ের সেলিব্রেশনের মধ্যেই এবার ইস্টবেঙ্গলে নতুন খেলোয়াড় যোগ দিয়েছেন। ৩৭ বছরের ভাসকেজ এসেছেন ক্লাবে । তবে তাকে পাওয়া যাবে না সামনের ডার্বিতে  এমনটাই জানিয়েছে কোচ কুয়াদ্রত।

ময়দানে যখন ডার্বির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে  তখন পরিবর্তন হয়েই চলেছে ইস্টবেঙ্গল শিবিরে।  একের পর এক ধাপ পার করছে ইস্টবেঙ্গল । সদ্য সুপার কাপ জিতেছে তারা । সেলিব্রেশন মুডে থাকার মধ্যে দলে এসেছেন নতুন খেলোয়াড় ।এসেছেন   ভাসকেজ।  ৩৭ বছর বয়সী এই খেলোয়াড় লাল হলুদে যোগ দেওয়ায় লাল হলুদ এর শক্তি বেড়ে গেছে। তবে ডার্বি তে তাকে পাওয়া যাবে না বলেই জানিয়েছেন কোচ কুয়াদ্রত।পরবর্তীতে আইএসএলের যে ম্যাচ সেই ম্যাচে তাকে পাওয়া যাবে । এদিকে নতুন ক্লাবে যোগ দিয়ে ভাসকেজ বলেছেন , দারুণ লাগছে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। ক্লাবের ইতিহাসের কথা শুনেছি। ইস্ট বেঙ্গলের সাফল্যের কথা তিনি শুনেছেন।সেই সাফল্যে অংশ নিতে পেরে তার ভালো লাগবে বলেই জানিয়েছেন। সমর্থকদের আবেগের কথা শুনেছেন। নতুন খেলোয়াড় যখন দলে এলেন তখন পুরনো খেলোয়াড় দল ছেড়ে অন্য দলে পা রাখলেন । যদিও সিদ্ধান্ত আগেই হয়েছিল । বোরহা  ছেড়ে দিয়েছেন ।

সুপার কাপে যখন চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ঘরে তুলছে ইস্টবেঙ্গল। সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাঁধনছাড়া, কোচ থেকে খেলোয়াড় সকলেই যখন ট্রফির খরা কাটিয়ে আনন্দে মশগুল। তখন বোরহা গোয়াতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন । অবশেষে যোগ দিয়েছেন গোয়া এফসিতে । এই নতুন খেলোয়াড়ের ঝুলিতে দুটো ক্যানাডিয়ান চ্য়াম্পিয়নশিপ, একটা বেলজিয়ান প্রো লিগ, একটা বেলজিয়ান কাপ, একটা ত্রিলিয়াম কাপ রয়েছে  । কোচ কুয়াদ্রতের ইচ্ছেমতো খেলোয়াড় আনা হয়েছে বলেই একের পর এক ধাপ পার করছে ইস্টবেঙ্গল। ১২ বছর পরেও সুপার কাপ জয় করতে পেরেছে ইস্টবেঙ্গল। সবকিছুর ঊর্ধ্বে এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখোমুখি লড়াই করার প্রস্তুতি নিচ্ছে।

Free Access

Related Articles