১ ফেব্রুয়ারি থেকে বদলাচ্ছে অনলাইনে টাকা লেনদেনের নিয়ম, জানুন পদ্ধতি
Online money transaction rules are changing from February 1, know the procedure

The Truth Of Bengal, Mou Basu : অনলাইনে আমরা অনেকেই আজ টাকা পাঠাতে স্বচ্ছন্দ। অনলাইনে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস পদ্ধতিতে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, ব্যাঙ্কের ব্রাঞ্চ, এটিএম, এএসএমএস, আইভিআরএসের মাধ্যমে টাকা পাঠানো যায়। ১ ফেব্রুয়ারি থেকে আইএমপিএস পদ্ধতিতে অনলাইনে টাকা লেনদেনের নিয়ম বদলাচ্ছে।
১ ফেব্রুয়ারি ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা আইএমপিএস-এর মাধ্যমে অনলাইনে টাকা লেনদেনের সময় এবার শুধুমাত্র প্রাপকের মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিলেই হবে। অনলাইনের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।
NPCI জানাচ্ছে, ৫ লাখ টাকা পর্যন্ত অনলাইনে টাকা পাঠানোর সময় কোনও মতেই প্রাপককে সংযুক্ত করার বা তার আইএফএসসি কোড যুক্ত করার প্রয়োজন নেই। ফলে ১ ফেব্রুয়ারি থেকে টাকা অনলাইনে পাঠানোর ক্ষেত্রে আইএমপিএস চ্যানেলের মাধ্যমে মোবাইল নম্বর ও ব্যাঙ্কের নাম দিলেই হবে। একটি সার্কুলার জারি করে একথা জানিয়েছে এনপিসিআই।
FREE ACCESS