বাজারে লঞ্চ হল ডিজিটাল পেপার ট্যাবলেট ReMarkable2
Digital paper tablet ReMarkable2 is launched in the market

The Truth Of Bengal, Mou Basu : ভারতের বাজারে লঞ্চ হল ReMarkable 2 নামে ডিজিটাল ই-ইঙ্ক পেপার ট্যাবলেট। পেপারের নোটবুকের আদলেই তৈরি করা হয়েছে এই ডিজিটাল পেপার ট্যাবলেট। এটি খুবই হালকা ওজনের আর পোর্টেবল ট্যাবলেট।
এই ডিজিটাল পেপার ট্যাবলেটের দাম ধার্য রাখা হয়েছে ৪৩,৯৯৯ টাকা। এতে থাকছে Marker Plus stylus ও এক বছরের ফ্রি কানেক্ট ট্রায়ালের সুবিধা। ৩ বছরের অতিরিক্ত ডিভাইস প্রোটেকশনের সুবিধা মিলবে। ট্যাবলেটে ১০.৩ ইঞ্চি মোনোক্রোম ডিজিটাল পেপার ডিসপ্লে। ই-ইঙ্ক কার্টা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে থাকছে 1.2 GHz dual-core ARM chipset, 1GB of LPDDR3 SDRAM আর 8GB স্টোরেজের সুবিধা। Linux অপারেটিং সিস্টেমে চলে এই ট্যাবলেট।
ওয়াইফাই পরিষেবা মিলবে। ইউএসবি টাইপ সি’র সুবিধা মিলবে। ব্যাটারির পাওয়ার 3,000mAh। পিডিএফ আর ePUB ডক্যুমেন্ট ডাউনলোড করা যাবে। মেনুর ভাষা ইংরেজি তবে কিবোর্ডে ১৭ বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করা যাবে। ৩৩টি ভাষায় হাতে লেখা ল্যাতিন স্ক্রিপ্টে কনভার্ট করা যাবে। Marker Plus stylus এর কোনো চার্জিং, সেটআপ আর পেয়ারিংয়ের হ্যাপা পোহাতে হবে না।
FREE ACCESS