
The Truth of Bengal: একযুগ পর ট্রফি খরা কাটল ইস্টবেঙ্গলে। এর আগে ২০১২ সালে ফেডারেশন কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। এবার ২০২৪ , এক যুগ পর জিতল কলিঙ্গ সুপার কাপ। ডুরান্ড এর ফাইনালে তীরে এসে তরী ডুবে ছিল ইস্টবেঙ্গলের। তবে এবার আর সেটা হলো না । হার না মানা প্রত্যয়, নিখুঁত স্ট্রাটেজি, অদম্য ইচ্ছে শক্তির কাছে ফাইনালে হার মানতে হলো বিপক্ষকে। ৩-২ গোলে জিতল লাল হলুদ শিবির। বিজয়ের নেপথ্যে যে কোচ কুয়াদ্রত রয়েছেন তা মানেন সমর্থকেরা।
একটা সময় ইস্টবেঙ্গল সমর্থকরা হাসতে ভুলে গিয়েছিল তবে লাল হলুদ শিবিরে কুয়াদ্রত যোগ দেওয়ার পর বলেছিলেন দলকে তিনি নিজের মতো করে তৈরি করবেন। তৈরি করেছেন দলকে । তার ফলাফল দেখা গেল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে। ইস্ট বেঙ্গল খেলোয়াড়রা এখন অনায়াসে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। ট্রফির খরা কাটাতে বারংবার কৌশল বদলাতে হয়েছে কোচকে।আর এবার দলকে জিতিয়ে বাজিমাত করেছেন কোচ। তাঁর কথামতোই তাঁর পছন্দের বিদেশী খেলোয়াড়দেরকে আনা হয়েছে।
ইস্টবেঙ্গলের হয়ে এই ম্যাচে গোল করেছেন নন্দকুমার, ক্রেসপো, ক্লেটন। দীর্ঘ ১২ বছরের এই জয়ের অপেক্ষায় ছিল সমর্থকরা। আর এই জয়ের কথা লেখা থাকবে ইতিহাসে। জয়ের নেপথ্যে সমর্থকদের বুকফাটা কান্না, চাপা আর্তনাদ , খেলোয়াড়দের প্রচুর প্রাকটিস রয়েছে। রবিবাসরীয় রাতে অন্ধকার ভেদ করে জ্বলে উঠেছে মশালের স্ফুলিঙ্গ। সুপার সানডেতে সুপার ধামাকা ইস্ট বেঙ্গলের। যন্ত্রণার পর জয়ের স্বাদ উপভোগ করছেন সমর্থকেরা। উপভোগ করছেন কোচ নিজে।