বোলপুর থেকেই লোকসভা নির্বাচনে লড়াইয়ের ইচ্ছে প্রকাশ অনুপম হাজরার, বিস্ফোরক মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে
Anupam Hazra

The Truth of Bengal: ফের বিস্ফোরক অনুপম হাজরা। বললেন, বোলপুর থেকেই লোকসভা নির্বাচনে লড়বেন। লড়াই করতে গেলে দল প্রয়োজন হয় না। ‘মানুষ চাইছে তাই লড়ব’। পাশাপাশি অনুপম হাজরার মুখে কাজল শেখের নামেও সুনাম শোনা গেল। বেশ কিছুদিন ধরেই একের পর এক নানা বেসুরো মন্তব্য করে নিজের পদ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। কিন্তু পদ হারানোর পরেও তিনি যে চুপচাপ নেই, সেটা তিনি বার বার প্রমাণ করার চেষ্টা করেছেন। এবার বোলপুরে এসেও সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা।
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে দল বিরোধী মন্তব্য করে শিরোনামে বিজেপি নেতা অনুপম হাজরা। কখনও তিনি ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে, আবার কখনও তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। যার মাশুল দিতে হয়েছে পদ খুঁয়ে। তাও দমে যাওয়ার পাত্র নন অনুপম হাজরা। অন্য দিকে শাসক দলে কান পাতলে শোনা যাছে অনুপমের তৃণমূলে যোগ দানের খবর। এবার তারই মাঝে বিস্ফোরক মন্তব্য করে ঝড় তুললেন রাজনৈতিক মহলে। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে লড়বার ইচ্ছা প্রকাশ করেছে অনুপম হাজরা। শুধু তাই নয় নির্বাচনে লড়তে কোন দলের প্রয়োজন হয় না বলে জানিয়েছেন অনুপম হাজরা। একি সঙ্গে কাজল শেখের সুনাম শোনা গিয়েছে অনুপমের গলায়। যা ইতি মধ্যেই অনুপমের শাসক দলের যোগদানের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলে মত রাজনৈতিক দলের।