শুধুমাত্র নিজের যোগ্যতা দিয়েই দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছি! জানালেন সৌমিতৃষা

মিঠাই সিরিয়ালের শেষের পরপরই দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্রোলের শিকার হয়েছেন তিনি।
অনেকে মনে করছেন, ভাগ্যক্রমে তিনি এই সুযোগ পেয়েছেন। আবার কেউ কেউ বলছেন, স্বজনপোষণের কারণেই তিনি এই সুযোগ পেয়েছেন।
সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিতৃষা এই ট্রোলের জবাব দিয়েছেন। তিনি বলেন, “‘প্রধান’ ছবির জন্য যখন আমার নাম নেওয়া হয় তখন পরিচালক অভিজিৎ দা হাততালি দিয়ে উঠেছিলেন।
তিনি বলেছিলেন, ‘এই চরিত্রের জন্য সৌমিতৃষা পারফেক্ট।’”
সৌমিতৃষা জানান, এই ছবির চরিত্রটি তাঁর আগের চরিত্র মিঠাই থেকে সম্পূর্ণ আলাদা।
মিঠাই যেমন চঞ্চল ছিল, সে যেমন গল্প করতে ভালোবাসতো, রুমি তেমনই শান্ত তেমনই কম কথা বলে। অভিনেত্রী জানান, মিঠাইয়ের সেটে প্রচুর গল্প করতেন তিনি। কিন্তু ‘প্রধান’-এর সেটে চুপ করে দাঁড়িয়ে সবার শট দেখতেন।