মর্মান্তিক পথদুর্ঘটনা তামিলনাড়ুতে, একাধিক গাড়ির সংঘর্ষের জেরে মৃত্যু ৪ জনের, আহত ৮
Tragic road accident in Tamil Nadu, 4 dead, 8 injured in multiple vehicle collision

The Truth Of Bengal: মর্মান্তিক পথদুর্ঘটনা তামিলনাড়ুতে। একাধিক গাড়ির সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৪ জনের। আহতের সংখ্যা ৮। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সেখানকার রাজ্য সরকার।
হাড়হিম করা ভয়ঙ্কর এই পথদুর্ঘটনা তামিলনাড়ুর ধরমপুরী জেলার থোপ্পুর ঘাট এলাকায় ঘটেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই পথদুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, দ্রুতগামী একটি ট্রাক এসে ধাক্কা মারে সামনে থাকা একটি গাড়িকে। তারপর সেই গাড়ির সামনে থাকা আরও একটি ট্রাককেও ধাক্কা মারে। দুটি ট্রাকের মধ্যে পড়ে গিয়ে কার্যত পিষে যায়, একটি গাড়ি। সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায় সামনের ট্রাকটি। প্রথম ধাক্কা মারা ট্রাকটিতে এবং গাড়িটিতে আগুন লেগে যায় সংঘর্ষের পর। পুলিশ সূত্রে খবর পিষে যাওয়া ওই গাড়িতে থাকা আরোহীদের মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজনের। অন্যদিকে সেতু থেকে নীচে পড়ে যাওয়া ট্রাকটির চালকের মৃত্যু হয়েছে বলেও খবর। এই ভয়াবহ দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত হয়েছেন ৮ জন। ওই আটজনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর প্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। পুলিশে সূত্রে খবর, হাইওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর প্রকাশ হতেই মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন স্ট্যালিন।
Free Access