
The Truth of Bengal: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির নাম অবশ্যই থাকবে । দেশ, পরিবেশ, প্রতিপক্ষ যাই হোক না কেন, ধারাবাহিকভাবে ব্যাট হাতে পারফর্ম করেছেন বিরাট কোহলি। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তসংখ্যার কমতি নেই। পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেখানে কোহলির ভক্ত না থাকাটাই অস্বাভাবিক।
এবার বিরাট কোহলির সমর্থকদের জন্য বেশ ভালো খবর রয়েছে। আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন বিরাট কোহলি। এর আগে ২০১২ ,২০১৭ , ২০১৮ সালে এই সম্মান পেয়েছিলেন কোহলি । এবার ফের বর্ষসেরা প্লেয়ার হলেন বিরাট কোহলি। বিরাট লড়ে বিরাট হারিয়েছেন গিল, মহহ্মদ শামিকেও।
বিরাট কোহলি ২৩ শে ছত্রিশটি আন্তর্জাতিক ইনিংসে ২০৪৮ রান করেছেন। উল্লেখ্য , বিশ্বকাপের মহামঞ্চে বিশ্বরেকর্ড করেছিলেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি করে মাস্টারব্লাস্টার শচীন তেন্ডুলকরকে টপকে গিয়েছিলেন কিং কোহলি। সেঞ্চুরি সংখ্যায় সকলকে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন বিরাট।