বিনোদন
প্রকাশ পেল ‘লাপাতা লেডিস’-এর ট্রেলার, ফের আমির-কিরণ যুগলবন্দী
'LAAPATAA LADIES' trailer released

The Truth Of Bengal : আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ ছবিটি মুক্তির অপেক্ষায়। ‘ধোবি ঘাট’-এর পর প্রায় ১৪ বছর পর ফের পরিচালকের হটসিটে কিরণ রাও। মুখ্য ভূমিকায় রয়েছেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ অভিনেত্রী প্রতিভা রান্তা ও রবি কিষেণ।
রাজস্থানের একটি গ্রামের এক যুবক বিয়ে করে ফেরার পথে হারিয়ে ফেলে তাঁর সদ্য বিবাহিতা বউকে। ছেলেটি তাঁর বউকে ঠিকভাবে চেনেও না। ফলে ঘটনাচক্রে বদলে যায় তাঁর বউ। এর বেশি কিছু আভাস মেলেনি লাপাতা লেডিস-এর ট্রেলারে। চলুন এবার দেখে নিই সদ্য মুক্তিপ্রাপ্ত এই সোশ্যাল স্যাটায়ারের ট্রেলার।
FREE ACCESS