রাজ্যের খবর

ভালো পরিষেবা প্রদানে বিশেষ সম্মান, স্বাস্থ্যর পাঁচটি পুরস্কার পেল বালিসাই গ্রামীণ হাসপাতাল,

Balisai Rural Hospital received five health awards, special honors for providing good services

The Truth Of Bengal: রামনগর হাসপাতালের মুকুটে নয়া পালক।ভালো পরিষেবার জন্য পুরস্কার পেল বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল।স্বাস্থ্যর পাঁচটি পুরস্কার পেল এই হাসপাতাল।

রামনগর বালিসাই বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল পেল জেলার স্বাস্থ্যর পাঁচটি পুরস্কার। ভালো পরিষেবা প্রদান ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সম্মান পেল বালিসাই বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল। প্রতিবছর এই বিভাগে পুরস্কার দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগকে কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য।রামনগর  এলাকায় বালিসাই বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল  এবার পাঁচটি বিভাগের পুরস্কৃত হয়েছে। এই সাফল্যে খুশি হাসপাতালের ডাক্তার থেকে এলাকার নেতৃত্বরা।

রামনগরে খুশির হাওয়া। রামনগর এলাকায় এই হাসপাতাল গড়ে ওঠায় শুধু এই এলাকার মানুষই আসেন না পার্শ্ববর্তী পর্যটন এলাকা  মন্দারমনি, তাজপুর, শংকরপুর  থেকে মানুষর চিকিৎসার জন্য আসেন এখানে। রামনগর দু’নম্বর ব্লক এ গড়ে ওঠা বালিসাই বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতাল এর মুকুটে সাফল্যের পাঁচটি পালক যুক্ত হওয়ায় খুশি এলাকার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরিও।

Free Access

Related Articles