শীতে আরো জমজমাট সোহিনী-শোভনের প্রেম! সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে জানালেন দুজনে

বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনকে সত্যি করেই প্রকাশ্যে এলেন এই দুই তারকা।
সম্প্রতি সোহিনীর এক বান্ধবীর বিয়েতে শোভনকে সঙ্গে নিয়ে উপস্থিত হন তিনি। সেই বিয়েবাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোহিনী। তবে সেই ছবিতে শোভনের মুখ স্পষ্ট দেখা যায়নি।
অন্যদিকে, শোভন নিজেই সোশ্যাল মিডিয়ায় সোহিনীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, সাবেক সাজে চর্চিত প্রেমিকযুগল একেবারে নজরকাড়া।
উজ্জ্বল বর্ণের শাড়ি-ব্লাউজ আর ম্যাচিং জুয়েলারিতে বিয়েবাড়ির সাবেক সাজে পরমা সুন্দরী অভিনেত্রী সোহিনী। অন্যদিকে সিম্পল পায়জামা-পঞ্জাবিতে সুপারকুল শোভন।
শোভনের একটি ছবিতে দেখা যায়, সোহিনী শোভনের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছেন। সেই ছবিতে আবার শোভনের গায়ে রয়েছে লাল রংয়ের একটি চাদর।