বিনোদন

দেবালয়ের সিরিজে শোলাঙ্কি, শীর্ঘই শুরু হবে শ্যুটিং

Solanki in debalay next series

The Truth of Bengal: গত বছর দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজটি দর্শকমহলে প্রশংসিত হয়। অন্যদিকে তাঁর পরিচালিত শ্রী স্বপনকুমারের বাদামী হায়না ইতিমধ্যেই দর্শকদের সমাদর পেয়েছে। টলিউডের প্রথম পাল্প ফিকশনে বছরের প্রথমেই মজেছে বাংলা ছবির দর্শক।

আর এর মধ্যেই নতুন এক সাইকোলোজিক্যাল সিরিজের কাজে নেমে পড়লেন পরিচালক দেবালয়। নতুন সিরিজটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার হতে চলেছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন টলিউডের প্রতিভাবান অভিনেত্রী শোলাঙ্কি রায়। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টেলি জগতের অলিভিয়া সরকার এবং রিয়া গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নারীকেন্দ্রিক এই সিরিজের নায়কের ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য।

বিগত কয়েক বছরে ওয়েব ছেড়ে সিনেমার প্রতি মনোনিবেশ করেছেন শোলাঙ্কি রায়। সে দিক থেকে একটি লম্বা বিরতির পর আবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন শোলাঙ্কি। নীল ভট্টাচার্যও ছোট পর্দার জনপ্রিয় মুখ। তাই, শোলাঙ্কি ও নীল জুটি শীঘ্রই দেবালয়ের সঙ্গে সিরিজটির শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

Related Articles