বিনোদন

ঋতুপর্ণর চোখের বালি দেখে অনুপ্রাণিত হয়ে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা! নিজেই জানালেন অভিনেত্রী

 

তার হাতে বন্দুক নেই নেই চোখের ডিটেকটিভ চাওনি এ কোন রূপে রয়েছে জগদ্ধাত্রী? সোশ্যাল মিডিয়ায় নেটিজেন্দ্রা অঙ্কিতা মল্লিক এর বিনোদিনী নতুন ছবি দেখে অবাক। অঙ্কিতা সদ্যই ফটোশুট করিয়েছেনা সেখানে তিনি সেজেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির বিনোদিনী রূপে।

সাদা শাড়ির সঙ্গে গা ভর্তি গয়না যেন মনে করিয়ে দেয় ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। নিজে হাতে ঋতুপর্ণ গড়েছিলেন এই বিনোদিনীর চরিত্রটিকে ঐশ্বর্য রাইয়ের মধ্যে। ঠিক তেমনি গা ভর্তি গয়না রয়েছে তার। আরো মোহময়ী হয়ে উঠেছে অঙ্কিতা ধুনোর ধোঁয়ায়।

আপাতত তিনি জি বাংলার পর্দায় জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করছেন যে ধারাবাহিক। সবসময়ই টিআরপির তালিকায় প্রথম পাঁচের মধ্যে থাকে।

Related Articles