বিনোদন

এবার উৎসবকে উচিত শিক্ষা দিতে চায় জগদ্ধাত্রী, সফল হবে কি সে?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নতুন পর্বে দেখা গেল, মেহেন্দি জগদ্ধাত্রীকে শায়েস্তা করতে নতুন চাল দিল। সে জগদ্ধাত্রীর আলমারিতে কিছু কার্ড রেখে দিয়েছিল। সেই কার্ডগুলি দেখে স্বয়ম্ভু সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে।

মেহেন্দি মনে করে যে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর সাথে প্রতারণা করছে। সে জগদ্ধাত্রীকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তাই সে এই চাল দিল।

কিন্তু কৌশিকী এই চাল ভেস্তে দিতে চায়। সে জানে যে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর সাথে প্রতারণা করছে না। সে মেহেন্দির ষড়যন্ত্র ভেস্তে দিতে চায়।

কৌশিকী মেহেন্দির সাথে দেখা করে তাকে সতর্ক করে দেয়। সে বলে যে সে মেহেন্দির ষড়যন্ত্র ভেস্তে দেবে।
কৌশিকী কি পারবে মেহেন্দির ষড়যন্ত্র ভেস্তে দিতে? তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Related Articles