দেশ

অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের দায়িত্ব পেলেন ওয়াই এস শর্মিলা, অভিনন্দন মল্লিকার্জুন খাড়গের…

YS Sharmila, Abhinandan Mallikarjun Kharge got the responsibility of Congress in Andhra Pradesh

The Truth Of Bengal: অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের দায়িত্ব পেলেন ওয়াই এস শর্মিলা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির বোন শর্মিলা কয়েকমাস আগেই যোগ দিয়েছেন কংগ্রেসে। ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির সঙ্গে ইতিমধ্যেই জোট করেছে কংগ্রেস।

অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে ছিলেন রুদ্র রাজু। তবে তিনি নিজের পদ থেকে ইস্তফা দেন। এরপরই শর্মিলার নাম ঘোষণা করতে বেশি দেরি করেনি কংগ্রেস হাইকমান্ড। তবে দায়িত্ব ছাড়লেও শর্মিলার সঙ্গে মিলেমিশে কাজ করবেন রুদ্র রাজু। রাহুল গান্ধী জানিয়েছেন, দলে নতুন মুখ তুলে আনতে হবে। নারীশক্তির বিকাশ করতে হবে। তাই শর্মিলাকে বেছে নিল কংগ্রেস। শর্মিলাকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। এদিন কংগ্রেস সভাপতি বলেন, দলে নতুনদের সুযোগ দিলে তাঁরা নিজেদেরকে উজাড় করে দেবে।

সামনেই লোকসভা ভোট। তার আগে অন্ধ্রপ্রদেশে কংগ্রেসকে ফের নতুন উদ্যম দিতেই শর্মিলাকে এই দায়িত্ব দেওয়া হল বলেই মনে করছে রাজনীতির কারবারিরা।

Free Access

Related Articles