কুয়াশার দাপটে চরম দুর্ভোগ, জমিতেই নষ্ট হচ্ছে আলু গাছ, সরকারি সাহায্যের আশায় আলু চাষিরা
Farmers in extreme distress due to fog, potato plants destroyed in the land,

The Truth Of Bengal: ঘন কুয়াশার দাপটে চরম চিন্তায় মুর্শিদাবাদের আলু চাষীরা। নতুন বছরের প্রথম থেকেই বাড়তে শুরু হয়েছে কুয়াশা। বর্তমানে বিকেল হলেই বাড়ছে কুয়াশা আর যার দাপট থাকছে রিতিমত সকাল ১০ টা পর্যন্ত, সঙ্গে থাকছে আকাশ মেঘলা।
মাঘের শুরতে যেভাবে জেলায় জেলায় শীতের দাপট দেখা যাচ্ছে, সেখানে এবার মাটির তলেয় পচে যাচ্ছে বহু নামী ও বেনামী আলু। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা ব্লক এলাকার আলু চাষীরা জানাচ্ছেন অকাল বর্ষণের কারণে এর আগেই ধান পচে গেছে জমিতে। কৃষকদের তারপরেও কোনরকমে ঋণ দেনা করে কালোবাজারে চড়া দাম দিয়ে সার কিনে বহুমূল্যর বীজ বসিয়ে আলু চাষ করা হয়েছিল, একটু লাভের আশায়।
আলু উঠার সময় হলেও এখন বেড়েছে কুয়াশা যে কারণে আলুর গাছ মরে যাচ্ছে জমিতেই। আর যার ফলে রীতিমতো শুকনো অবস্থায় পরিণত হচ্ছে মাটির ভিতরে, নতুন আলু যা বাড়ি নিয়ে যেতেই পচে যাচ্ছে। এলাকায় চাষ হয় তবে বর্তমানে কুয়াশা দাপটে সেই সমস্ত আলু চাষীদের কপালে ব্যাপক চিন্তার ভাঁজ। সকলেই এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছে।
Free Access