একলা চলো নীতি মায়াবতীর,’ভোট পরবর্তী জোটের রাস্তা খোলা রইল’, মন্তব্য বিএসপি নেত্রীর
Go alone Niti Mayawati, 'The road to post-poll alliance is open', comments BSP leader

The Truth Of Bengal: আসন্ন লোকসভা ভোটে একাই লড়বেন। সোমবার মায়াবতী বার্তা দেন, “বিএসপি আসন্ন নির্বাচনে কোনও দলের সঙ্গেই জোট করবে না, তবে ভোট পরবর্তী দরজা খোলা রইল।” মায়াবতীর দাবি, উত্তরপ্রদেশের দলগুলির জোট করলে ভোট বিভাজন হয়।
ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার প্রকাশ্যে ঘোষণা করে দিলেন মায়াবতী। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি। অবশ্য নির্বাচনের পর জটের সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি তিনি। সোমবার ৬৮ বছরে পা দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। উত্তরপ্রদেশের বহেনজি সোমবার লখনৌ তে হওয়া এক সাংবাদিক বৈঠকে বলেন বিএসপি কোন দলের সঙ্গে জোটে যাবে না। তবে নির্বাচন পরবর্তী জোটের সম্ভাবনা রাখতে আগ্রহ প্রকাশ করেছেন মায়াবতী। জোটে না যাবার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন উত্তরপ্রদেশে যখনই কোন দলের সঙ্গে বিএসপি জোট করেছে তখন দেখা গিয়েছে লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। তাই এবার জোট ছাড়া একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতীর দল। যখন বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে শক্তিশালী করতে তৎপর কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলি, সেই সময় বড় ঝটকা দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। ঘোষণা করলেন, আসন্ন লোকসভা ভোটে একাই লড়বেন।
উল্লেখ্য, অতীতে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়েছিলেন দেশে দলিত রাজনীতির অন্যতম মুখ মায়াবতী। যদিও তাতে লাভবান হয়েছিল জোটসঙ্গীরাই। তবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিকে তোপ দেগেছেন। বলেন, “রাজ্যে এসসি, এসটি, ওবিসিদের পরিস্থিতি দুঃখজনক। সরকারি বা অন্য চাকরি নেই। আমার গোটা জীবন উৎসর্গ করেছি এই মানুষগুলির জন্য। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতেই থাকব। পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করব।” বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, ওরা কেবল “জাতপাত ও সাম্প্রদায়িকতার রাজনীতি” জানে। আরও বলেন, “মানুষ ওদের ক্ষমতায় দেখতে চায় না। বিজেপি কেবল বড় বড় দাবিই করে। বিনিময়ে মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্ব ও ঘৃণা বাড়ছে সমাজে।”
Free Access