আন্তর্জাতিক

সুদানে ফের বোমা হামলা! হামলায় নিহত ৩৩ জন

Sudan attack

The Truth of Bengal: সুদানের রাজধানী খার্তুমে বোমাবর্ষণ। বোমা হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩জন নাগরিক। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে। সূত্রের খবর, ৩৩ জনের  মধ্যে ১০ জনের প্রাণ গেছে কামানের গোলার আঘাতে। তবে সুদানে হামলার ঘটনা এই প্রথম নয় এর আগেও বহুবার হামলার ঘটনা ঘটে। গত সেপ্টেম্বর মাসে খার্তুমের বোমা হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলায় প্রাণ হারায় ৪০ জন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গত বছরের ১৫ এপ্রিল থেকে সামরিক বাহিনীর (এসএএফ) সঙ্গে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত চলে আসছে। দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন আধাসামরিক বাহিনীর প্রধান। পরে নিজ বাহিনী নিয়ে সেনাপ্রধানের ওপর আক্রমণ চালান তিনি। তখন থেকে সাম্প্রতিকতম এ লড়াইয়ের শুরু। একাধিকবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মানেনি। আর এই সংঘাতের জেরে সুদান থেকে পালিয়ে গিয়েছে বহু নাগরিক।

সুদানে এই লাগাতার সংঘাতের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। এদিকে সুদানে চলমান সংঘাতের জেরে চরম খাদ্যসংকটে ভুগছে দেশটি। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতদিনে সুদানের এই সংঘাত থামে সেদিকেই তাকিয়ে বাসিন্দারা।

Related Articles