আন্তর্জাতিক

লাক্ষাদ্বীপে তৈরি হচ্ছে নয়া বিমানবন্দর

A new airport is being built in Lakshadweep

The Truth Of Bengal : মালদ্বীপের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট চিন ঘনিষ্ট মহম্মদ মুইজ্জু দায়িত্ব নেওয়ার পর ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নেন। যা নিয়ে টানাপোড়েন তৈরি হয় নয়াদিল্লি-মালেতে। এই আবহেই সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের বেশ কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। যা ভাইরাল হয়েছিল। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ঠান্ডা যুদ্ধে জড়িয়ে পড়েছে মালদ্বীপ।

মালদ্বীপের ৩ মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের  পর ভারত-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চলছে এবার টানপোড়েন। এমনকি ভারত-ইজরায়েল সম্পর্খ নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন তারা। যদিও পরবর্তী সময়ে সেই সব মন্তব্য কার্যত মুছে দেওয়া হয়েছে। তবে এই টানাপোড়েনের জেরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কট মালদ্বীপের রব উঠেছে। ঠিক সেই সময়ই আরব সাগরের কেন্দ্রশাসিত অঞ্চলে চালু হতে চলেছে নয়া বিমানবন্দরপ।

লাক্ষাদ্বীপের মিনিকয়ের ওই নয়া বিমানবন্দরে বায়ুসেনার যুদ্ধবিমান ওঠা-নামা করার উপযোগী রানওয়েও রয়েছে। সূত্রের খবর, ভবিষ্যতে সামরিক ও বেসামরিক দুইধরণের কথা মাথায় রেখেই এই নয়া বিমানবন্দর। মূলত, লাক্ষাদ্বীপের পর্যটনকে জনপ্রিয় করে তুলতেই এই নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

FREE ACCESS