বিনোদন

রাশিদ খানের প্রয়াণে ভেঙে পড়লেন হৈমন্তী শুক্লা!

 

শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী শিল্পী ওস্তাদ রাশিদ খানের প্রয়াণে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল মঙ্গলবার তিনি প্রয়াত হন।

হৈমন্তী শুক্লা ও রাশিদ খানের মধ্যে ছিল ভাই-বোনের মতো সম্পর্ক। প্রতিবছর ভাইফোঁটার দিনটা তাঁদের দেখা হতোই। কিন্তু গত দুবছর করোনা পরিস্থিতির কারণে তাঁরা একে অপরকে দেখতে পাননি।

হৈমন্তী শুক্লা বলেন, “রাশিদ ভাইয়ের সঙ্গে আমার ছিল খুব ভালো সম্পর্ক। তিনি আমার গান খুব ভালোবাসতেন। আমার বাবার সংগীতের প্রতি তাঁর শ্রদ্ধা ছিল। আমরা যখনই দেখা করতাম, তখনই গল্প আর গান হত। রাশিদ ভাইয়ের প্রয়াণে আমার মনটা ভেঙে গেছে।”

দুই ভাইবোনের মধ্যে ছিল অসামান্য বোঝাপড়া। তাঁরা একে অপরের গান খুব ভালোবাসতেন। রাশিদ খান হৈমন্তী শুক্লার গান শুনে বলতেন, “তুমি খুব ভালো গান গাও।” আর হৈমন্তী শুক্লা রাশিদ খানের গান শুনে বলতেন, “আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে।” রাশিদ খান ছিলেন একজন প্রকৃত শিল্পী। তিনি শুধু নিজে গান গাইতেন না, অন্যদেরও গান গাওয়ার জন্য উৎসাহিত করতেন। হৈমন্তী শুক্লা বলেন, “রাশিদ ভাইয়ের কাছে আমি অনেক কিছু শিখেছি। তিনি আমাকে সবসময় উৎসাহিত করেছেন।”

Related Articles