রাজ্যের খবর

মিড ডে মিল খেলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

Mid-day meal surprise visit

The Truth of Bengal: বুধবার দুপুরে হঠাৎই মালদা শহরের আক্রুমণি করোনেশন ইনস্টিটিউটের মিড ডে মিল সারপ্রাইজ ভিজিট করেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

ছাত্রদের সাথে বসে এক বেঞ্চে খেলেন মিড ডে মিল। তার পাশাপাশি মিড ডে মিলের গুণগত মানও খতিয়ে দেখেন তিনি।

নিজে হাতে থালা নিয়ে মিড ডে মিলের রান্না, ডাল, সোয়াবিনের তরকারি এবং চাটনি খেয়ে প্রশংসা করলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

Related Articles