দেশ

মন্দির উদ্বোধনের দিন ছুটি স্কুল-কলেজ  

Ram Mandir

The Truth of Bengal: আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা জুড়ে সাজসাজ রব। মকর সংক্রান্তির পরদিন থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নেতা-মন্ত্রী থেকে বিনোদুনিয়া ও খেলার জগতের রথী-মহারথীরা। ওইদিন ভক্তদের অযোধ্যায় ভিড় না করারই অনুরোধ জানিয়েছে ট্রাস্ট। তবে তার আগে রামলালা দর্শনের সুবর্ণ সুযোগ পেতেন ভক্তরা।

কারণ ১৭ জানুয়ারি অযোধ্যায় রামলালাকে নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। রামমন্দিরে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটাই ছিল ওই শোভাযাত্রার মূল আকর্ষণ। কিন্তু হঠাৎই সেই শোভাযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে রামলালা দর্শনের ইচ্ছেপূরণ হবে না ভক্তদের। আসলে নিরাপত্তাজনিত কারণেই শেষমেশ শোভাযাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কাশীর আচার্য ও ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়।

তাঁদের প্রত্যেকেরই দাবি, রামলালাকে নিয়ে শোভাযাত্রা করলে রাস্তায় জনজোয়ার তৈরি হবে। সেই উপচে পড়া ভিড় সামলানো রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠবে। সেই কারণেই শোভাযাত্রা বাতিল করা হয়। এদিকে, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন উপলক্ষে সমস্ত স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে ওই দিন রাজ্যে মদ বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সমস্ত সরকারি বিল্ডিংকে সাজিয়ে তুলতে বলেছেন মুখ্যমন্ত্রী। রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে আতসবাজিও পোড়ানো হবে রাজ্যজুড়ে।

Related Articles