রাজ্যের খবর

ধুঁকছে শ্রীরামপুরের রাম মন্দির, সংস্কার ও হেরিটেজ ঘোষণার দাবি

Srirampur Ram Mandir 

The Truth of Bengal: আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দির। এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। অযোধ্যায় রাম মন্দির নিয়ে বিপুল আয়োজন ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একদিকে যখন এমন আয়োজন, তখন অন্যদিকে অবহেলার ছবি। প্রায় তিন শতাব্দী বয়স হতে চলা একটি রাম মন্দির আবস্থা ভগ্নপ্রায় হয়ে পড়েছে। ২৭০ বছরের পুরনো শ্রীরামপুরের রাম মন্দিরের অবস্থা আজ জীর্ণ। এলাকার মানুষের পাশাপাশি শেওড়াফুলি রাজ পরিবারের উদ্যোগে এই মন্দিরের পুনর্নির্মাণ ও হেরিটেজের স্বীকৃতি দেওয়া আবেদন করা হয়েছে।

রাজ্য সরকারের আর্থিক সাহায্যে শ্রীরামপুর পুরসভার তত্ত্বাবধানে মন্দিরের পুনর্নির্মাণের চিন্তাভাবনা চলছে। সেই অপেক্ষায় দিন গুনছে এলাকার মানুষ। শেওড়াফুলি রাজ পরিবারের রাজারা হুগলি-হাওড়া মিলিয়ে একাধিক রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীরামপুরের মন্দিরের নামে তিনটি গ্রাম দান করা হয়। সেখান থেকে ড্যানিশরা চলে যাওয়ার পর ফ্রেডরিকনগর নাম পরিবর্তন হয়ে শ্রীরামপুর নাম হয়েছিল।

সেই শ্রীরামপুরে রাম মন্দিরের অবস্থা আজ বেহাল। রাজ পরিবারের বংশধরদের আবেদন, শ্রীরামপুরের রাম সীতার মন্দির তার গৌরব ফিরে পাক। রাজ পরিবার বংশপরম্পরায় এই মন্দিরের দায়ভার সামলে আসছে। বর্তমানের এই মন্দির ভগ্নপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছে। ছাদ দিয়ে জল চুইয়ে পড়ে। মন্দিরের সার্বিক সংস্কারের জন্য অনেক টাকা দরকার। রাজ পরিবারের বর্তমান সদস্যরা চাইছেন সরকারের হস্তক্ষেপ। এলাকার মানুষের পাশাপাশি রাজ পরিবার চাইছে প্রাচীন এই মন্দিরকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হোক।

Related Articles