Uncategorizedদেশরাজনীতি
Trending

রাজস্থানে সরকার ফিরতেই প্রকল্পের নাম বদল, ‘ইন্দিরা রসোই যোজনা’ নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর…

The name of the project was changed when the government returned to Rajasthan.

The Truth Of Bengal: কেন্দ্রে বিজেপি সরকারের জমানায় নাম বদলেছে দেশের একাধিক স্থাপত্যের। রাজস্থানে বিজেপি সরকার ফিরতেই বদলে গেল ইন্দিরা গান্ধী নামাঙ্কৃত প্রকল্পের নাম।‘ইন্দিরা রসোই যোজনা’র নাম বদলে ‘শ্রী অন্নপূর্ণা রসোই যোজনা’ রাখার কথা ঘোষণা করা হল ভজনলাল শর্মার সরকার।

কেন্দ্রের বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জামানায় দেশের একাধিক স্থাপত্যের নাম বদলেছে। এবার রাজস্থানে বিজেপি সরকারে ফিরতেই শুরু হয়ে গেল নাম বদলের রাজনীতি। নতুন কোনও সরকারি প্রকল্প ঘোষণা নয়, পুরনো প্রকল্পের নাম বদলের কাজ শুরু করল ভজনলাল শর্মা সরকার। গত শনিবার ‘ইন্দিরা রসোই যোজনা’র নাম বদলে ‘শ্রী অন্নপূর্ণা রসোই যোজনা’ রাখার কথা ঘোষণা করা হল।

২০২০ সালের আগস্টে অশোক গেহলটের কংগ্রেস সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর নামে ‘ইন্দিরা রসোই যোজনা’ ঘোষণা করে। ২৫ টাকার প্যাকেটে পুষ্টিকর খাবার ৮ টাকার বিনিময়ে গরিবদের দেওয়াই ছিল উদ্দেশ্য। বাকি ১৭ টাকা ভর্তুকি দিত রাজ্য । শনিবার বিজেপি সরকারের লোকাল সেল্ফ গভর্নমেন্ট দপ্তর প্রকল্পের নাম বদলের কথা ঘোষণা করেছে। পাশাপাশি প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ বাড়ানো হবে। আগের সরকারের চেয়ে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ২২ টাকা। ফলে ক্রেতাদের ৮ টাকাই দিতে হবে। তবে খাবারের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। গেহলট সরকার দিত ৫০০ গ্রাম। ভজনলালের সরকার দেবে ৬০০ গ্রাম। প্রকল্পের নাম বদলে ফেলায় শাসক কে আক্রমণ রাজস্থানের কংগ্রেস নেতৃত্বের।

Free Access

Related Articles