খেলা

১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান শিবির, চোট সারিয়ে ফিরছেন রশিদ খান

Rashid Khan is returning from injury

The Truth Of Bengal : ১১ তারিখ থেকে শুরু চলা সিরিজে ভারতীয় দল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। তার আগে আফগানিস্তানের দল ঘোষণা করা হল। ১৯ সদস্যের দল ঘোষণা হল। সেই দলে অধিনায়ক হিসেবে থাকছেন ইব্রাহিম জাদ্রান। সঙ্গে থাকছেন রশিদ খানও। দীর্ঘদিন পিঠের চোটে ভুগছিলেন রশিদ খান। চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করাতে হয় আফগানিস্তানের এই বোলিং অলরাউন্ডারের। চোট নিয়েই খেলেছিলেন বিশ্বকাপ।

তার পরই সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের। তা সম্পন্নও হয়েছে আগেই। এখন সুস্থ। টি-২০’র এই তারকা রশিদ খান সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলেননি। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেনি আফগানিস্তান। তবুও তাদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। যথেষ্ট চেষ্টা করেছে আফগানিস্তান, নটি ম্যাচ খেলে চারটি ম্যাচে জয়ী হয়েছে। বিশ্বকাপের ম্যাচে হারিয়েছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডকে। সঙ্গে নেদারল্যান্ডস দলকেও হারিয়েছে। মাঠে ফিরতে রশিদ খানের যথেষ্ট সময় লাগবে বলেই জানা গিয়েছিল। যদিও এখন তিনি সুস্থ। ফিরবেন মাঠে।

প্রথম টি-২০ ম্যাচ ১১ তারিখ মোহালিতে। দ্বিতীয় টি-২০ ম্যাচ রয়েছে ইন্দোরে। তৃতীয় টি-২০ ম্যাচ ১৭ তারিখ রয়েছে বেঙ্গালুরুতে। এই দলে নতুন মুখ হিসেবে থাকছেন কায়েস আহমেদ। দলে ব্যাটিং বিভাগের শক্তি বাড়াতে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, ইক্রাম আলিখিল, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদ্রান’রা।

FREE ACCESS

Related Articles