প্রযুক্তি

গুগল ম্যাপেও এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপের মতো ফিচার

WhatsApp-like features are coming to Google Maps

The Truth Of Bengal, Mou Basu : নেভিগেশন অ্যাপ জায়গা খোঁজার জন্য দারুণ জনপ্রিয় গুগল ম্যাপ। নেভিগেশন অ্যাপ গুগল ম্যাপে এবার পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের মতো ফিচার।
নয়া ফিচারের মাধ্যমে এবার গুগল ম্যাপ ব্যবহারকারীরা পরিবার পরিজনদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। প্রেফারেন্সও শেয়ার করা যাবে।

কীভাবে গুগল ম্যাপের মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার করা যাবে?
স্মার্টফোনে গুগল ম্যাপ অ্যাপ খুলুন।
একদম ওপরে ডানদিকে প্রোফাইল আইকন খুলুন।
‘লোকেশন শেয়ারিং’ অপশন বেছে নিন।
‘শেয়ার লোকেশন’ অপশনে ট্যাপ করুন। কতক্ষণ শেয়ার করতে চান লাইভ লোকেশন তা বেছে নিন। শেয়ারেবল লিঙ্ক জেনারেট করতে পারবেন।
লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে ‘শেয়ারিং ভায়া লিঙ্ক’ অপশনে ট্যাপ করুন। ‘স্টপ’ অপশনে জোরে টিপে থাকুন।

গুগলের তরফে জানানো হয়েছে, গুগল ম্যাপ ছাড়াও কথোপকথনে ব্যবহৃত অন্য অ্যাপের মাধ্যমেও লোকেশন শেয়ার করা যাবে। তবে মনে রাখবেন ‘লোকেশন হিস্ট্রি’ ডিসেবল করা থাকলেও গুগল ম্যাপের মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার করা যাবে। ভারতে ১৩ বছরের কম বয়সি শিশুরা গুগল ম্যাপে এই নয়া ফিচার ব্যবহার করতে পারবে না।

 

FREE ACCESS

Related Articles