বিনোদন

বন্ধ হয়ে যাচ্ছে ইচ্ছে পুতুল? জল্পনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়!

 

নতুন বছরের শুরুতেই বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য একাধিক চমক। একগুচ্ছ নতুন জুটি, নতুন গল্প। কিন্তু এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে, বন্ধ হতে চলেছে একাধিক পুরনো সিরিয়াল। এর মধ্যে অন্যতম ‘ইচ্ছে পুতুল’।

২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই সিরিয়াল। প্রথম কিছু সপ্তাহে টিআরপি তালিকায় সে ভাবে জায়গা না করতে পারলেও কয়েক মাস পরে টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছিল ‘ইচ্ছে পুতুল’। এই সিরিয়ালের মাধ্যমে বহু দিন পরে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়কে দর্শক দেখেছিলেন ছোট পর্দায়।

একদিন আগেই ‘ইচ্ছে পুতুল’ বন্ধের গুঞ্জন শোনা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে ওই ধারাবাহিকের অভিনেতা মৈনাক বলেন, “কোনও কিছু শুরু হলে তো তার শেষও আছে। এটা তো মানতেই হবে। কিন্তু আমাদের সিরিয়াল এখনই শেষ হচ্ছে কি না সঠিক ভাবে বলতে পারব না। কারণ আমাদের কাছে এখনও তেমন কোনও খবর আসেনি। তবে যা হবে নিশ্চয়ই ভাল হবে। সেটাই আশা করছি।”

ইদানীং অনেক সিরিয়ালই বন্ধ হচ্ছে কয়েক মাসে। তিন মাসের মাথাতেও বন্ধ হয়েছে বহু গল্প। শুধু টিআরপির জন্য নয় আরও বেশ কিছু কারণে চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। পুরনোদের জায়গা নিচ্ছে নতুনরা। ‘ইচ্ছে পুতুল’ শেষ হলে তার জায়গায় দেখা যাবে কোন গল্প তা এখনও জানা যায়নি।

Related Articles