বিনোদন

কৌশিকীকে নয় আসলে টার্গেট ছিল জগদ্ধাত্রী, সামনে এলো আসল সত্য!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে সম্প্রতি দেখা গেছে, জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস রহস্যের জালভেদ করতে গিয়েই তার মধ্যে মল্লিকা দেবী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখার জন্যই জগদ্ধাত্রী সেখানে উপস্থিত হয়েছে।

এদিকে, মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে দেবো আবারো ষড়যন্ত্র করছে। সেটা ধরে ফেলেছে জগদ্ধাত্রী। সে দেবুকে জানায় তারই ষড়যন্ত্রের মূল টার্গেট হলো জগদ্ধাত্রী এবং কৌশিকী।

মুখার্জি পরিবার যেখানে ঘুরতে গিয়েছে সেখানে হঠাৎ করেই জগদ্ধাত্রী ওপর কয়েকজন চড়াও হল। তারপরে কৌশিকি দেখতে পেল জগদ্ধাত্রীকে কেউ গুলি করতে চাইছে।

এই ঘটনার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, কে চেয়েছিল কৌশিকীকে গুলি করতে?

এক্ষেত্রে বেশ কয়েকটি সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা হল, দেবো। দেবো জগদ্ধাত্রী এবং কৌশিকীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে। সে জানে যে, জগদ্ধাত্রী এবং কৌশিকী তার ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে পারে। তাই সে তাদের মেরে ফেলার চেষ্টা করছে।

দ্বিতীয় সম্ভাবনা হল, মল্লিকা দেবীর ভাই। মল্লিকা দেবীর ভাই দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রীর সাথে শত্রুতা করে আসছে। সে মনে করে যে, জগদ্ধাত্রীর কারণেই তার বোন গুলিবিদ্ধ হয়েছে। তাই সে জগদ্ধাত্রী এবং কৌশিকীকে মেরে ফেলার চেষ্টা করতে পারে।

তৃতীয় সম্ভাবনা হল, অন্য কোনও রহস্যময় চক্রান্তকারী। জগদ্ধাত্রী এবং কৌশিকী অনেক রহস্যের সমাধান করেছে। তাদের কারণে অনেক খারাপ লোকেরা শাস্তি পেয়েছে। তাই এই খারাপ লোকেরা জগদ্ধাত্রী এবং কৌশিকীকে মেরে ফেলার চেষ্টা করতে পারে। তবে, এই ঘটনার আসল কারণ জানা যাবে আগামী পর্বগুলোতে।

Related Articles