
The Truth of Bengal: ধারালো অস্ত্র দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষ*ণের অভিযোগ বারুইপুরে। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত তৃণমূল আশ্রিত বলে অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের। ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনায় ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ও তার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
নির্যাতিতা ও তার পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ির সামনে একটি বাগানে জ্বালানির জন্য পাতা কুড়াতে গিয়েছিলেন তিনি। অভিযুক্ত মলয় নস্কর ওরফে গোরা নামে এক ব্যক্তি নির্যাতিতাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর তার গলায় কাপড় জড়িয়ে মেরে পুকুরে ও ফেলে দেওয়া হয়। বিষয়টি সে যাতে কাউকে না জানায় সেই কারণে তাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা ও এই অঞ্চলের উপপ্রধান কমল মিত্র বিষয়টি নিয়ে মিটমাটের চেষ্টা করেন বলে অভিযোগ এমনকি নির্যাতিতা ও তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। এই বিষয়ে উপপ্রধান কমল মিত্র জানান তার কাছে কয়েকজন বিষয়টি আলোচনা করে মিটিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু নির্যাতিতার পরিবার আইনের দ্বারস্থ হওয়ার কথা বললে তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন। নির্যাতিতা ও তার পরিবারকে কোনরকম হুমকি তিনি বা তার দলের কেউ দেননি বলেই জানান তিনি। এই ঘটনার সাথে তৃণমূলেরও কোন যোগ নেই বলে দাবি উপপ্রধানের।