দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন এই অভিনেতা, দেখুন তো চিনতে পারেন কিনা!

কলকাতার পথে পথে ঘুরে বেড়ানো সারমেয়দের কেউ চেনে না, জানে না। তাদের নেই কোনো পরিচয়, কোনো অধিকার। এই নিরীহ প্রাণীদের প্রতি অমানবিক নির্যাতন নিত্যদিনের ঘটনা। এই নির্যাতনের বিরুদ্ধেই যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবিতে বিক্রমের অভিনীত চরিত্রটি একজন কারখানা শ্রমিক। তিনি এক পাইস হোটেলে খাওয়া-দাওয়া করেন। হোটেলের মালকিন পাড়ার কিছু কুকুরকে রোজ খাবার দেন। তাদের মধ্যে একটি ছোট্ট কুকুরের সঙ্গে শ্রমিকের বন্ধুত্ব হয়। কিন্তু এক রাতে এমন কিছু ঘটে যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
শ্রমিকের চরিত্রটিকে ফুটপাতের কুকুরদের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে। সমাজে যেমন কুকুরদের বিচার করা হয়, তেমনি এই শ্রমিককেও বিচার করা হয়। কিন্তু তিনি সেই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি কুকুরদের রক্ষার জন্য যুদ্ধ করেন।
বিক্রম চট্টোপাধ্যায় নিজেও একজন সারমেয়প্রেমী। তাই এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। ছবির প্রয়োজনে তিনি কড়া ডায়েট মেনে সিক্স প্যাক অ্যাব তৈরি করেছেন।
‘পারিয়া’ ছবিতে বিক্রম ছাড়াও অভিনয় করেছেন অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, সৌম্য মুখোপাধ্যায়, তপতী মুন্সী, দেবাশিস রায়, লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার, বিমল গিরি, সাহির রাজ। ছবিটি আগামী ৯ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।