
The Truth of Bengal: জাঁকিয়ে শীত পড়েছে দিল্লি তথা উত্তর ভারতে। আইএমডির তরফ থেকে জানানো হয়েছে কেবল শীত নয় ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা উত্তর ভারত। আগামী কয়েকদিন পর্যন্ত এইরকমই আবহাওয়া বিরাজমান উত্তরভারতে এমনটায় জানিয়েছেন হাওয়া অফিস। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে কুয়াশার প্রভাব থাকবে। কুয়াশার কারণে রাস্তায় যান চলাচলের ও ব্যাঘাত ঘটেছে।
ট্রেন ও বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার জেরে দ্রিশ্যমানতা ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। উত্তর ভারতে এই সময় করে প্রতি বছরই বেশ ভালোই শীত পড়ে। তবে শীত পড়লেও এবারের মত ঘন কুয়াশা অন্যান্য বছর দেখতে পাওয়া যায়না।
রাস্তায় চলা পত্যেক গাড়িতে ফগ লাইট ব্যবহার করার দিকে বেশি করে জোড় দেওয়া হয়েছে। শীতের এতই দাপট যে বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া কেউ বেরোতে ভয় পাচ্ছে। সম্প্রতি দিল্লিতে দূষণ কমাতেও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। যার মধ্যে রয়েছে সমস্ত রকম নির্মাণ কাজ বন্ধের নির্দেশ। এছাড়াও উত্তরভারতের একাধিক এলাকায় পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।