
The Truth of Bengal: আধ ঘণ্টার মধ্যে পরপর দুবার কেঁপে উঠলো আফগানিস্তান। এ ভূমিকম্পের ঘটনায় ব্যাপক আতংক ছড়ায় আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা। বুধবার সূর্য ওঠার আগেই এই ভূমিকম্পের ঘটনা ঘটে। সাধারণ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় পরপর দুবার কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে প্রথম কম্পনের উৎসস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা। ফয়জাবাদ শহর থেকে ভূকম্পনের উৎসস্থল ছিল ১০০ কিলোমিটার পূর্বে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৪। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৮। এই কম্পনের জেরে ফৈজাবাদ শহর কেঁপে ওঠে। শীতের মধ্যে অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাইরে। এশীয় দেশ জাপানে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আফগানিস্তানে এই ভূমিকম্পের ঘটনা। তবে ভূকম্পনের তীব্রতা কিছুটা কম থাকায় ভয়াবহতার হাত থেকে রক্ষা পেয়েছে আফগানিস্তানের এই প্রাচীন শহর। এর আগেও আফগানিস্তানে একাধিকবার ভূকম্পনের ঘটনা ঘটেছে।
সবচেয়ে বড় ভূকম্পন এর ঘটনা ঘটেছিল দু’দশক আগে। সেই ভূমিকম্পে রং ফলে আফগানিস্তানে মারা গিয়েছিলেন দু’হাজারের বেশি মানুষ। বিদায়ী বছরের ডিসেম্বর মাসেও ভূমিকম্পের ঘটনা ঘটে আফগানিস্তানে। গত মাসের 12 ডিসেম্বর কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.২। শুধু তাই নয় গত বছর অক্টোবর মাসেও প্রবল ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। তার আফটারসক ছিল আরো ভয়াবহ।রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৩। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছিলেন ১০ জনেরও বেশি।