বিনোদন
Trending
মুক্তি পেল ‘হুব্বা’র টাইটেল ট্র্যাক, ছবির গানে পুরনো মেজাজে শিলাজিত্
The title track of 'Hubba' was released, Shilajit in the old mood of the film

The Truth Of Bengal: গ্যাংস্টার এবং পুলিশের ইঁদুর বিড়ালের দৌড় নিয়ে আসছে ব্রাত্য বসুর নতুন ছবি হুব্বা। ছবিতে হুব্বার নাম ভূমিকায় অভিনয় করেছেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা মোশারফ করিম। সম্প্রতি মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক। শিলাজিত-এর গলায় ছবির টাইটেল ট্র্যাকে উঠে এল কলকাতার গ্যাংস্টারদের জীবন দর্শন।
গলায় গাঁদার মালা, পরনে সার্টিনের শার্ট এবং লুঙ্গি হাতে বন্দুক, অন্য মেজাজে ধরা দিলেন অভিনেতা মোশারফ। তবে গায়ক শিলাজিত কিন্তু পুরনো ফর্মে। এই ছবিতে কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের গল্প বলেছেন পরিচালক ব্রাত্য বসু। বাঙালি গ্যাংস্টারের নির্মমতা এবং কৌতুক দুটোই আছে। নগরজীবনের সমান্তরালে শহরতলির অন্ধকার দিক ছুটে চলেছে, সেটা থাকবে ছবিতে।
Free Access