প্রসেনজিৎ-মিমি একসাথে আসছেন ওটিটিতে? জল্পনা তুঙ্গে!

বাংলা চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী একসাথে ওটিটিতে অভিনয় করবেন কিনা, এই বিষয়ে জল্পনা চলছে। সম্প্রতি ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে একসাথে দেখা গেল এই দুই তারকাকে। এরপর থেকেই তাদের একসাথে ওটিটিতে দেখা যাবে কিনা, এই প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, বিক্রমাদিত্য মোটওয়ানির একটি প্রোজেক্টে অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ। অন্যদিকে, ওটিটিতে পা রাখার কথা জানিয়েছেন মিমিও। তাহলে কি এই দুই তারকাকে একসাথে একটি ওয়েব সিরিজে দেখা যাবে?
প্রসেনজিৎ সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে “আগামী”, “মিশন এক্সট্রিম”, “বিক্রম”। অন্যদিকে, মিমি চক্রবর্তীর হাতে রয়েছে বেশ কিছু ছবি। ওটিটিতে প্রসেনজিৎ-মিমি একসাথে অভিনয় করলে তা অবশ্যই দর্শকদের জন্য আকর্ষণীয় হবে। তবে, এ বিষয়ে এখনো কোন নিশ্চিত খবর নেই। মিমি চক্রবর্তী নিজেও এই বিষয়ে এখনো মুখ খোলেননি।