বাজেট ফ্রেন্ডলি, ক্রেতা দুরস্ত নয়া স্মার্টফোন আনল স্যামসং
Samsung has launched a budget friendly smartphone

The Truth of Bengal,Mou Basu: বছর শেষেই ক্রেতাদের জন্য সুখবর আনল মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসং। পকেট ফ্রেন্ডলি, টেকসই অথচ কেতাদুরস্ত নতুন ২ মডেলের স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসং। ভারতের বাজারে লঞ্চ হওয়া নতুন ২ মডেলের নাম হল Galaxy A15 5G ও Galaxy A25 5G। স্যামসংয়ের Galaxy A15 5G মডেলটি ব্লু ব্ল্যাক, নীল ও হালকা নীল রঙে মিলবে। 8GB +256GB মডেলের দাম পড়বে ২২,৪৯৯ টাকা। 8GB+128GB মডেলের দাম পড়বে ১৯,৪৯৯ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের কার্ডে ক্যাশব্যাক অফার মিলবে। নয়া ২ মডেলের স্মার্টফোনে অত্যাধুনিক ক্যামেরা ও ছবি এডিট করার অপশন মিলবে বলে জানিয়েছেন স্যামসং ইন্ডিয়ার মোবাইল বিজনেসের সিনিয়র ডিরেক্টর দিত্যা বব্বর।
স্যামসংয়ের Galaxy A25 5G মডেলটি ব্লু ব্ল্যাক, হলুদ রঙে মিলবে। 8GB +256GB মডেলের দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। 8GB+128GB মডেলের দাম পড়বে ২৬,৯৯৯ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের কার্ডে ক্যাশব্যাক অফার মিলবে। এছাড়াও ২টি মডেলেই থাকবে ৬.৫ ইঞ্চি সুপার–AMOLED ডিসপ্লে সহ ভিশন বুস্টার টেকনোলজি, Exynos 1280 প্রসেসর, ৫০এমপি ট্রিপল ক্যামেরা সমেত অত্যাধুনিক ছবি এডিট করার ফিচার। নয়া এই ২ মডেলের স্মার্টফোনে 5000mAh ব্যাটারির সুবিধা মিলবে। Knox Vault এর মতো সিক্যুরিটি টুলসের সুবিধা পাওয়া যাবে। ২টি মডেলের স্মার্টফোনে 90Hz refresh rate থাকবে। চোখের ওপর যাতে মোবাইলের ক্ষতিকর আলো কোনো প্রভাব না ফেলতে পারে তার জন্য লো ব্লু লাইট ডিসপ্লে থাকবে।
ব্যবহারকারীদের সুবিধার জন্য বিভিন্ন আইডি ডিজিটাল ফর্ম্যাটে রাখার জন্য ও ডিজিটাল লেনদেন করার জন্য থাকবে স্যামসং ওয়ালেটের সুবিধা। Galaxy A15 5G স্মার্টফোন চলবে MediaTek Dimensity 6100+ প্রসেসরে। Galaxy A15 মডেলের স্মার্টফোনের ব্যাক প্যানেল মিলবে হেজ ফিনিশে। Galaxy A25 মডেলের ব্যাক প্যানেল মিলবে গ্লসি প্রিজম প্যাটার্নে। ভিডিও তুলতে গেলে অনেক সময় কাঁপে, ঝকঝকে ভিডিও আসে না। এই সমস্যা দূর করতে Galaxy A15 মডেলে 50 MP ক্যামেরার সঙ্গে VDIS প্রযুক্তির সুবিধা। হাই রেজোল্যুশন, কাঁপুনি ছাড়া ছবি ও ভিডিও তোলার জন্য Galaxy A25 মডেলে 50 MP (OIS) ট্রিপল ক্যামেরা। ঝকঝকে নিজস্বী তোলার জন্য 13 MP ফ্রন্ট ক্যামেরা।