
The Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোঁসাইপুরে এশিয়ান হাইওয়ে ০২ এ যাত্রী বোঝাই বাস ও চার চাকা গাড়ির সংঘর্ষে এক জন নিহত হয়েছেন এবং আরও পাঁচ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। জানা গিয়েছে, একটি যাত্রী বোঝাই বাস দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় দক্ষিণেশ্বর থেকে আসা একটি চার চাকা গাড়ি দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসের পেছনে স্বজরে ধাক্কায় মারে।
বিকট শব্দে স্থানীয়রা ছুটে যান। স্থানীয়রা খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অপর পাঁচজনের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে।
দুর্ঘটনা কারণে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।