প্রযুক্তি

গতি হারাচ্ছে সাধের আইফোন, কী করবেন?

iPhone

The Truth of Bengal,Mou Basu: কম্পিউটারের সমস্ত তথ্য যেমন RAM বা র্যান্ডম অ্যাকসেস মেমোরিতে জমা থাকে তেমনই আইফোনে কোন কোন অ্যাপ ব্যবহার করা হচ্ছে তারও সব তথ্য র্যামে লোড করা থাকে। কিন্তু অনেক সময়ই দেখা যায় আইফোনের র্যাম ফুরিয়ে আসছে। আপনার সাধের আইফোনের গতি কমে আসছে। এমন পরিস্থিতিতে কী করবেন?

সরাসরি আইফোনের র্যাম ক্লিয়ার করার কোনো অপশন নেই। কিন্তু আইফোনের গতি কিছুটা হলেও বাড়াতে, কিছুটা জায়গা কমানোর জন্য মেমোরি ফ্রি করতে পারেন। সেক্ষেত্রে ম্যানুয়ালি রিস্টার্ট বা সফট রিসেট করুন আইফোন।

কী করে সফট রিসেট করবেন?
জোরে টিপে রাখুন সাইড বাটন। ভলিউম বাড়ানো বা কমানোর বাটন সঙ্গে সঙ্গে টিপতে থাকুন। পাওয়ার অফ স্লাইডার আসলেই বাটন ছেড়ে দিন। যতক্ষণ না পর্যন্ত আইফোন রিস্টার্ট হচ্ছে আবার সাইড বাটন টিপে রাখুন।

ম্যানুয়ালি রিস্টার্ট কী করে করবেন?
আইফোনের সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর জেনারেল অপশন খুলুন। নীচের দিকে স্ক্রোল করুন। শাট ডাউন অপশনে ক্লিক করুন। পাওয়ার অফ স্লাইডার অপশনের মাধ্যমে আইফোন বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত না আইফোন পুরোপুরি বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাইড বাটন টিপে রাখুন। অ্যাপলের লোগো না আসা পর্যন্ত সাইড বাটন টিপে রাখতে হবে।

সাধারণত, আইফোনের র্যাম অটোমেটিক ভাবে ক্লিয়ার হয়। কিন্তু যদি দেখেন আইফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে আচমকা কিংবা গতি কমে যাচ্ছে তখন র্যাম ক্লিয়ার করার পাশাপাশি যে সব মোবাইল অ্যাপস ব্যবহার করেন না তা আনইন্সটল করুন। একসঙ্গে অনেক অ্যাপ চালু রাখবেন না। নিয়মিত আইফোন রিস্টার্ট করুন।

Related Articles