বিনোদন

বক্স অফিসে জোর টক্কর কাবুলিওয়ালা ও প্রধানের! এগিয়ে কে?

 

নববর্ষের দিন মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘প্রধান’ এবং ‘কাবুলিওয়ালা’। দুটি ছবিতেই অভিনয় করেছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব এবং মিঠুন চক্রবর্তী। মুক্তির পর থেকেই দুটি ছবিই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শহরের প্রেক্ষাগৃহগুলিতে দুটি ছবিরই শো-এর সংখ্যা বেশি। দর্শকরাও উৎসাহের সঙ্গে ছবিগুলি দেখছেন। শহরের এক প্রেক্ষাগৃহের কর্ণধারের মতে, “দেব বা মিঠুন চক্রবর্তী, দুজনেরই আলাদা দর্শক রয়েছে। তাই ছবি তাঁরা দেখবেনই। কম-বেশি হতেই পারে। তাতে তো দোষ নেই। ছবিই শেষ কথা বলে।”

দুটি ছবির প্রযোজকরা অবশ্য এখনই ব্যবসার অঙ্ক নিয়ে কোনও তথ্য দিতে নারাজ। তবে টলিপাড়ার একটি সূত্রের দাবি, প্রথম চার দিনে বক্স অফিসে ‘প্রধান’-এর ব্যবসা ছাড়িয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। সেখানে ‘কাবুলিওয়ালা’ ১ কোটি টাকার কিছু বেশি ব্যবসা করেছে।

‘প্রধান’ ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী বললেন, “এখনও পর্যন্ত যা খবর পেয়েছি, শহরের পাশাপাশি মফস্‌সলের দর্শকও পাল্লা দিয়ে ‘প্রধান’ দেখছেন। ছবিটা যে ব্লকবাস্টার হয়ে গিয়েছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই।”

শহরের হলমালিকদের সিংহভাগের অনুমান, নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত দু’টি ছবির ব্যবসার হার ভালই থাকবে। তার পর বক্স অফিসে নতুন ছবি মুক্তির জন্য এই ছবিগুলির শো-এর সংখ্যার তারতম্য ঘটবে। তবে দুই ছবির ব্যবসা দেখে যে টলিপাড়া খুশি, তা এক প্রকার স্পষ্ট।

Related Articles