করমুক্ত করা হোক ‘ডাঙ্কি’, আবেদন শাহরুখ অনুরাগীদের!

বলিউডের সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘ডাঙ্কি’ গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিবাসন সমস্যার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে। ছবিটি মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
গত শুক্রবার, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে এই ছবিটি প্রদর্শিত হয়। ছবিটি দেখে রাষ্ট্রপতি ভবনের দর্শকরা বেশ আপ্লুত হয়েছেন। তারা মনে করেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ছবিটি খুবই প্রাসঙ্গিক।
ছবিটিতে শাহরুখ খানের অভিনয় প্রশংসিত হয়েছে। তিনি একজন বেকার যুবকের চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্পে দেখা যায়, পাঁচজন বন্ধু লন্ডন যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ভিসা না পেয়ে তারা অবৈধ পথে লন্ডন যাওয়ার পরিকল্পনা করে।
ছবিটির নাম ‘ডাঙ্কি’ হওয়ায় অনেকের মনে বিভ্রান্তি ছিল। তবে ছবি মুক্তির পরই স্পষ্ট হয় যে, বেআইনি পথে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে যে পথে হাজার হাজার মানুষ ভারত থেকে ইংল্যান্ডে ঢোকে, তাকেই বলে ‘ডাঙ্কি রুট’।