
The Truth of Bengal: রাজ্যজুড়ে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এবারের ঘটনাস্থল নিউ জলপাইগুড়ির ফুলবাড়ির চুতরাগছ এলাকা। জানা গিয়েছে, এদিন স্থানীয় একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখতে পান এলাকাবাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরাই প্রথমে ওই ওই কারখানা থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পেয়ে দমকলকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকলকে একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোটা কারখানাটিকে। এরপর প্রায় একঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানাটি পুরোপুরি পুড়ে ছাঁই হয়ে যায়। যদিও গোটা ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শটসার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে।
Free Access