
The Truth Of Bengal : চলতি বছরের দুর্গাপুজোর ঠিক আগেই মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’। ছবিতে অনুপমের সুরে ও অরিজিত্ সিং এবং শ্রেয়া ঘোষালের কন্ঠে বাউন্ডুলে ঘুড়ি গানটি বিপুল জনপ্রিয়তা পায়।
এবার সেই গানের কম্পোজার ভার্সান নিয়ে এলেন সংগীত পরিচালক অনুপম রায়। বড়দিনের প্রাক্কালে সেই গানটি মুক্তি পেল নেটদুনিয়ায়।
FREE ACCESS