যৌথ নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে পুলিশের গুলির লড়াই ছত্তিশগড়ে দান্তেওয়াড়ার জঙ্গলে
Gunfight between the police and joint security forces in the forest of Dantewada in Chhattisgarh

The Truth Of Bengal : যৌথ নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে পুলিশের তীব্র গুলির লড়াই চলল ছত্তিশগড়ে দান্তেওয়াড়ার জঙ্গলে। এনকাউন্টারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জন মাওবাদীর। রবিবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় মাওবাদীদের। তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন মাওবাদীর।
বস্তার পুলিশ জানিয়েছে, কাতেকল্যান থানার অন্তর্গত ডাব্বাকুন্না গ্রামে মাওবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে যৌথ নিরাপত্তা বাহিনীর। জঙ্গল ও পাহাড় ঘেঁষা এলাকায় আচমকাই তীব্র গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুটা সময় পরে দুপক্ষের হামলা থামলে জঙ্গল থেকে ৩ মাওবাদীর দেহ উদ্ধার করে পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়েছে।
এখনও পর্যন্ত মাওবাদীদের পরিচয় জানায়নি পুলিশ। কদিন আগেই ছত্তিশগড়ে মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের। নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ওই আধিকারিকের। গুলিবিদ্ধ হয়েছিলেন আরও এক জওয়ান। এদিন সেই ঘটনার বদলা নিল যৌথ বাহিনী!
FREE ACCESS